লোকাল এরিয়া এডমিন
উপজেলা এডমিন | জেলা এডমিন | বিভাগ এডমিন | রেজিট্রেশন করুন
লোকাল এরিয়া এডমিন কি ? সারাদেশে স্থায়ী প্রতিনিধি হিসাবে পোল্ট্রি ম্যানেজার এর সাথে প্রান্তিক পর্যায়ে কাজ করবেন তারাই মুলত লোকাল এরিয়া এডমিন।
পার্টনার এডমিন কি? লোকাল এরিয়া এডমিন এর কিছু বাড়তি সুযোগ সুবিধা সহ পোল্ট্রি ম্যানেজারের স্থায়ী রেভিনিউ পার্টনার। মুলত প্রতিষ্ঠানে বড় বড় সিদ্ধান্তে ভোট প্রদান সহ প্যাসিভ ইনকামের সুযোগ পাবেন তারাই মুলত পার্টনার এডমিন। এডমিন হবার পরে নির্দিষ্ট কিছু সহজ শর্ত আপনিও ১০০ জন পার্টনার এডমিনের মধ্যে একজন হবার সুযোগ পাবেন।
এডমিনের কাজ কি ? প্রাথমিক কাজ - এডমিনের নিজ এলাকা তথা ইউনিয়ন/ উপজেলা/ জেলার স্থায়ী প্রতিনিধি হিসাবে প্রতিদিনের পোল্ট্রি পণ্য যেমন – পোল্ট্রি বাচ্চা, পোল্ট্রি ফিড, পোল্ট্রি রেডি মাংস, পোল্ট্রি ডিমের প্রতিদিনের পাইকারি ও খুচরা এবং নগত ও বাকি বাজার আপডেট সফটওয়্যারে সাবমিন্ট করা।ক্ষতিগ্রস্ত খমারিদের তালকা তৈরি ও তাঁদের ক্ষতির কারণ চিহ্নিত করে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যপারে পরামর্শ দেওয়া।
নোটঃ ২-৩ তিন মাস পর থেকে এডমিনর কাজ সংযোজন ও বিয়োজন হবে।
Ø প্রতিদিন শুধু মাত্র খুচরা বাজার আপডেট
Ø খামারিদের সফটওয়্যার এর ব্যবহার ও সুবিধা সম্পর্কে জানানো।
Ø পোল্ট্রি সেক্টরে প্রতারণা ঠেকাতে ফার্ম ভেরিফিকেশন, হ্যাচারি ভেরিফিকেশন ও পোল্ট্রি দোকান ভেরিফিকেশনের মত গুরুত্বপূর্ণ কাজ গুলো করা।
Ø ঋণের জন্য অথবা পোল্ট্রি ম্যানেজার কর্তৃক প্রণোদনার জন্য আবেদনকারীর তথ্য যাচাই বাছাই ও ভেরিফাই করা।
Ø উক্ত এরিয়ায় পোল্ট্রি ম্যানেজার এর সাথে চুক্তিবদ্ধ ডাক্তার ও অন্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা।
এছাড়া খামারিদের কি ধরণের সেবা প্রয়োজন সে সম্পর্কে নিবীড় পর্যবেক্ষণ করে পোল্ট্রি ম্যানেজারকে অবহিত করা।
Ø পোল্ট্রি ম্যানেজার এর সকল অপারেশন সুষ্ঠ পরিচালনা ও গ্রাহক বৃদ্ধিতে সহায়ক ভুমিকা রাখা
লোকাল এরিয়া এডমিন
উপজেলা এডমিন | জেলা এডমিন | বিভাগ এডমিন | রেজিট্রেশন করুন