এডমিন বেনিফিট
পোল্ট্রি ম্যানেজার দেশের এক মাত্র পোল্ট্রি টেক স্টার্টআপ প্রতিষ্ঠান।
পোল্ট্রি সেক্টর বাংলাদেশের বড় একটি শিল্প সেক্টর আর এই সেক্টরের বড় প্রতিষ্ঠান এবং সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানের নানা অনিয়ম ও সঠিক তদারকির অভাবে প্রান্তিক খামারি সহ এই সেক্টরে সময় ও মূলধন বিনিয়োগকারী লাখ লাখ মানুষ প্রতিনিয়ত বলি হচ্ছে গুটি কয়েক প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায়।
এই বিশাল সেক্টরের প্রান্তিক পর্যায়ের খামারিদের অন-বোর্ডিং করে সঠিক তদারকির মাধ্যমে সুন্দর সেবা প্রদানের লক্ষেই মুলত লোকাল এরিয়া এডমিন নিয়োগ পক্রিয়া।
- লোকাল এরিয়া এডমিন কি ও কেন ?
সারাদেশে স্থায়ী প্রতিনিধি হিসাবে পোল্ট্রি ম্যানেজার এর সাথে প্রান্তিক পর্যায়ে বাজার পর্যবেক্ষণ ও খামারিদের সার্বিক সহযোগিতা ও কাজ করবেন তারাই মুলত লোকাল এরিয়া এডমিন।
- পার্টনার এডমিন কি?
লোকাল এরিয়া এডমিন এর কিছু বাড়তি সুযোগ সুবিধা সহ পোল্ট্রি ম্যানেজারের স্থায়ী রেভিনিউ পার্টনার। মুলত প্রতিষ্ঠানে বড় বড় সিদ্ধান্তে ভোট প্রদান সহ প্যাসিভ ইনকামের সুযোগ পাবেন তারাই মুলত পার্টনার এডমিন।এডমিন হবার পরে নির্দিষ্ট কিছু সহজ শর্ত আপনিও ১০০ জন পার্টনার এডমিনের মধ্যে একজন হবার সুযোগ পাবেন। - এডমিনের কাজ কি ?
প্রাথমিক কাজ - এডমিনের নিজ এলাকা তথা ইউনিয়ন/ উপজেলা/ জেলার স্থায়ী প্রতিনিধি হিসাবে প্রতিদিনের পোল্ট্রি পণ্য যেমন – পোল্ট্রি বাচ্চা, পোল্ট্রি ফিড, পোল্ট্রি রেডি মাংস, পোল্ট্রি ডিমের প্রতিদিনের পাইকারি ও খুচরা এবং নগত ও বাকি বাজার আপডেট সফটওয়্যারে সাবমিন্ট করা।
ক্ষতিগ্রস্ত খমারিদের তালকা তৈরি ও তাঁদের ক্ষতির কারণ চিহ্নিত করে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যপারে পরামর্শ দেওয়া। নোটঃ ২-৩ তিন মাস পর থেকে এডমিনর কাজ সংযোজন ও বিয়োজন হবে। ১। প্রতিদিন শুধু মাত্র খুচরা বাজার আপডেট ২। খামারিদের সফটওয়্যার এর ব্যবহার ও সুবিধা সম্পর্কে জানানো।
৩। পোল্ট্রি সেক্টরে প্রতারণা ঠেকাতে ফার্ম ভেরিফিকেশন, হ্যাচারি ভেরিফিকেশন ও পোল্ট্রি দোকান ভেরিফিকেশনের মত গুরুত্বপূর্ণ কাজ গুলো করা।
৪। ঋণের জন্য অথবা পোল্ট্রি ম্যানেজার কর্তৃক প্রণোদনার জন্য আবেদনকারীর তথ্য যাচাই বাছাই ও ভেরিফাই করা।
৫। উক্ত এরিয়ায় পোল্ট্রি ম্যানেজার এর সাথে চুক্তিবদ্ধ ডাক্তার ও অন্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা। ৬। এছাড়া খামারিদের কি ধরণের সেবা প্রয়োজন সে সম্পর্কে নিবীড় পর্যবেক্ষণ করে পোল্ট্রি ম্যানেজারকে অবহিত করা।
৭। পোল্ট্রি ম্যানেজার এর সকল অপারেশন সুষ্ঠ পরিচালনা ও গ্রাহক বৃদ্ধিতে সহায়ক ভুমিকা রাখা। - এডমিন বেনিফিট
আপনি একটি শক্তিশালী প্রতিনিধিত্বকারী অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস পাবেন, যা আপনাকে একটি বাস্তব প্রভাব তৈরি করার জন্য প্রয়োজনীয় টুলস সরবরাহ করবে।
আমরা 25% এরিয়া কমিশন এবং 25% রাজস্ব অংশীদার পরিকল্পনা সহ একটি উদার কমিশন কাঠামো অফার করি যা নিশ্চিত করে যে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য পুরস্কৃত হবেন এবং যোগ্যতার উপর ভিত্তি করে পদোন্নতির সুযোগ পাবেন।
শুধু এটাই নয় - আমরা প্যাসিভ ইনকাম এবং আজীবন বেনিফিটগুলির সুযোগও অফার করি, যা আপনাকে প্রান্তিক পোলট্রি উদ্যোক্তাদের জীবনে সত্যিকারের পরিবর্তন করার সময় আপনার আর্থিক ভবিষ্যত সুরক্ষিত করার সুযোগ দেয়।
কমিশন চার্টলোকাল এরিয়া এডমিন পদোন্নতি ও কমিশন বণ্টন
ইউনিয়ন এডমিন | উপজেলা এডমিন | জেলা এডমিন | বিভাগ এডমিন
পোল্ট্রি ম্যানেজার -এর আয়ের উৎস
A. রেফার কমিশনঃ একজন এডমিন দেশের যে কোন ইউনিয়ন/পৌরসভার এডমিন রাফার করলেই পাবেন ২০০ টাকা এডমিন রেফার কমিশন। B. ডিরেক্টরশিপঃ বিভাগীয় এডমিন/সর্বোচ্চ ট্র্যাক রেকর্ড অর্জনকারি এডমিন কোম্পানি ডিরেক্টরশিপ হবার সুযোগ পাবেন। C. এফিলিয়েট কমিশনঃ এডমিন নিজ এরিয়ার যে কোন খামারি যুক্ত করায় পবেন ২৫% রেফার কমিশন। D. এরিয়া কমিশনঃ পোল্ট্রি ম্যানেজার সব সময় উদার কমিশন নিতিতে বিশ্বাসী আর তাই এডমিনের এরিয়া থেকে যে কেউ যে কারো মাধ্যমে পোল্ট্রি ম্যানেজার সফটওয়্যার বাই করলে উক্ত এরিয়ার এডমিন ২৫% কমিসন পাবেন কোন প্রকার পরিশ্রম ছাড়াই। E. স্যালারিঃ এডমিন যথাযথ সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে সঠিক তথ্য প্রদান সহ যাবতীয় কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের করলে সফটওয়্যার ট্রাকার উক্ত এডমিনকে তার প্রোমোশন সিস্টমের আওতায় এনে মাসিক সম্মানী সুযোগ নিতে উদ্বুদ্ধ করবে। যা এডমিন তার ড্যাসবোর্ডের মাধ্যমে পর্যবেক্ষণ ২৪ ঘন্টা করতে পারবেন। F. টিএডিএঃ ট্র্যাক রেকর্ড অনুযায়ী পরিশ্রম ও পদ অনুযায়ী টিএডিএ সুবিধা। G. রেভিনিউঃ এডমিন রেফার ও নির্ভুল তথ্য প্রদানের টার্গেট সম্পন্ন হলে এডমিন ১০% রেভিনিউ পাবেন। এফিলিয়েট প্রোগ্রামের আওতায় এডমিন ১০% রেভিনিউ পাবেন। এবং ২০% রেভিনিউ পয়েন্ট অর্জন করে ৫% রেভিনিউ বোনাস হিসাবে যুক্ত হবে। H. পার্টনার এডমিনঃ সফল ভাবে রেজিস্ট্রেশন সম্পন্নকারি এডমিন নির্দিষ্ট ও সহজ শর্তে আজিবন বা প্যাসিভ ইনকামের সুবিদা পাবেন। প্রতিষ্ঠান ৫% পার্টনার এডমিন রেভিনিউ শেয়ার করবে যা এডমিনের অবর্তমানে তার নমিনি উপভোগ করতে পারবেন।
- এডমিন প্রমোশন সিস্টেম কি ?
পোল্ট্রি ম্যানেজার যোগ্য ও পরিশ্রমী কর্মীদের সব সময় মূল্যায়ন করে। তার ধারাবাহিকতায় এডমিন প্রোমোশন সিস্টেম ও সুযোগ সুবিধা গুলো
ইউনিয়ন এডমিনঃ সকল ধরণের কমিশন সহ ২০% এরিয়া কমিশন ও কাজের ধরণ ও সফটওয়্যার ট্র্যাক রেকর্ড অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
কাজের সময়ঃ সপ্তায় ৭ দিন যেকন সময় ১০ -১৫ মিনিট ব্যয় করলেই হবে। মাসিক গড় আয় ১৫-২০ হাজার টাকা।
উপজেলা এডমিনঃ ডাটা সাবমিশন ট্র্যাকিং ও এডমিন রেফারের উপর নির্ভর করে উপজেলা এডমিন হিসাবে পদোন্নতি পাবেন। সকল ধরণের কমিশন সহ ৩.৫% এরিয়া কমিশন ও টিএডিএ সহ মাসিক সম্মানী প্রদান করা হবে।
জেলা এডমিনঃ ডাটা সাবমিশন ট্র্যাকিং ও এডমিন রেফারের উপর নির্ভর করে উপজেলা এডমিন হিসাবে পদোন্নতি পাবেন।
সকল ধরণের কমিশন সহ ১% এরিয়া কমিশন ও টিএডিএ সহ মাসিক সম্মানী প্রদান করা হবে। সেই সাথে উক্ত জেলার সকল ধরণের অপারেশন হেড হবেন।
বিভাগীয় এডমিনঃ ডাটা সাবমিশন ট্র্যাকিং ও এডমিন রেফারের উপর নির্ভর করে উপজেলা এডমিন হিসাবে পদোন্নতি পাবেন।
সকল ধরণের কমিশন সহ ০.৫% এরিয়া কমিশন ও টিএডিএ সহ মাসিক সম্মানী প্রদান করা হবে। সেই সাথে উক্ত বিভাগের সকল ধরণের অপারেশন হেড হবেন এবং কোম্পানি ডিরকেক্টারশিপ অফারের জন্য মনোনীত হবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ সকল প্রকার নিয়ম ও অফার পরিবর্তন, পরিবর্ধন, সংযজন ও বিয়োজনের ক্ষমতা পোল্ট্রি ম্যানেজার সংরক্ষন করে। - এডমিন হিসাবে পোল্ট্রি ম্যানেজারে ভবিষ্যৎ সুযোগ সুবিধা কেমন ?
বর্তমান সময় স্টার্টআপ প্রতিষ্ঠানের উত্থানের এক নতুন সময়। আর সেই স্টার্টআপ যদি হয় কৃষি সেক্টর তবে এগিয়ে যাওয়া যেন আরও এক ধাপ এগিয়ে।
পোল্ট্রি ম্যানেজার বাংলাদেশ সহ বিশ্বরে এক মাত্র পোল্ট্রি অটোমেশন সিস্টেম সফটওয়্যার । যা কিনা কাজ করছে ম্যাসিং ল্যারনিং প্রযুক্ত ও আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স সিস্টেমে। আর পোল্ট্রির এই সমস্যা যখন এশিয়া বা সাউথ এশিয়ার মধ্যে ব্যপক হারে রয়েছে তাই আমরা নিশ্চিত ভাবে বলতে পারি- পোল্ট্রি ম্যানেজার আগামী দিনের আধুনিক ট্যাকনলজিতে দেশ ও দেশের বাইরে মাথা উঁচু করে দাঁড়াবে গর্বের সাথে – ইনশাআল্লাহ্
দেশের খামারিদের সমস্যা সমাধানের সাথে সাথে বিদেশের মাটিতেও দেশের নাম উজ্জল করতে সর্বদা সচেষ্ট থাকবে।
একজন এডমিন হিসাবে পোল্ট্রি ম্যানেজারের এই পথ চলায় গর্বিত অংশীদার হবার সাথে সাথে মাজলুম এই পোল্ট্রি সেক্টরের প্রান্তিক খামারিদের সেবার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার জায়গা হেকে একজন সমাজ সেবক হবার হাতছানি।
- যে কোন সময় এডমিন হওয়া যাবে ? না। প্রতিটি ইউনিয়নে একজনের বেশি এডমিন হবার সুযোগ নেই। আর উক্ত ইউনিয়ন এডমিন না থাকলেই কেবল এডমিন হবার সুযোগ পাওয়া যাবে।
- এডমিনশিপ কি ফ্রি?
না। অযাচিত এডমিন একাউন্ট থেকে সফটওয়ারটিকে সুরক্ষিত রাখতে ১০০০ টাকা জামানত (ফেরত যোগ্য) দিতে হবে।
উক্ত জামানত একাউন্ট সুরক্ষিত, কোন প্রকার Poultry Manager নিতি বহির্ভূত কাজ থেকে বিরত থাকা এবং নির্ভুল হিসাব প্রদান সহ Poultry Manager এর সকল নিয়মনিতি সঠিক ভাবে পালন শর্তে এডমিন একটিভ হবার ১২ মাস পরে এডমিনের আবেদন সাপেক্ষে নির্দিষ্ট পক্রিয়ার মাধ্যমে জামানত ফেরত প্রদান করা হবে।
- ট্রেনিং পক্রিয়া কি ?
পোল্ট্রি ম্যানেজার তার এডমিন টিমকে গুগোল মিট, জুম মিটিং, ডেলিগেটেড ফেসবুক গ্রুপের মাধ্যমে সকল প্রকার ট্রেনিং প্রদান করবেন।