আমাদের সম্পর্কে
-
· পোল্ট্রি ম্যানেজার কি ?
:পোল্ট্রি ম্যানেজার একটি টেকনোলজি স্টার্টআপ কোম্পানি। যাকিনা শুধু মাত্র পোল্ট্রি সেক্টরের জন্য স্পেশালি কাজ করছে। পোল্ট্রি সেক্টরের ৮০% খামারি প্রান্তিক এবং বেশি ভাগ খামার লসের কারণ খুঁজে বের করে তার প্রযুক্তি গত তথ্য সেবা প্রদান করার কার্জকারি সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান।
· পোল্ট্রি ম্যানেজার কেন ?
: বাংলাদেশে পোল্ট্রি সেক্টর বাংলাদেশের এক বৃহতর শিল্প। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় দেড় কোটি মানুষ সেই সেক্টরের সাথে জড়িত। আর জড়িতদের মধ্যে ৮০% প্রান্তিক খামারি এবং আর্থিক ভাবে অসচ্ছল সেই সাথে আছেন নানান অনিয়ম এবং প্রশিক্ষণ সহ সঠিক গাইড লাইনের অভাব।
পোল্ট্রি সেক্টরে যুক্ত হওয়া প্রায় ৮০% প্রান্তিক খামারি গ্রামে তাঁদের খামার পরিচালনা করেন। সেখানে নেই সঠিক গাইড লাইন, উন্নত মানের প্রশিক্ষণ ব্যবস্থা এবং সহজ সর্তে ঋণ সুবিধা।
একই সাথে উৎপাদিত পণ্য বিক্রয়ে সঠিক মূল্য না পাওয়াতে দিন দিন ক্ষতি গ্রস্থ খামারির সংখ্যা বাড়ছে।
পোল্ট্রি ম্যানেজার দীর্ঘ বাজার গবেষণা ও খামারিদের সাথে সরাসরি বিষয় গুলো নিয়ে ডিসকাশনে পোল্ট্রি সেক্টরের অনিয়ম ও সিন্ডিকেট সমস্যার স্থায়ী সমাধান করার জন্যই দীর্ঘ সময় কাজ করার পরে ২০২২ সালের ২৯ আগস্ট সমস্যা ও সমাধানের লক্ষে রিসার্চ এন্ড ডেভল্পমেন্ট নিয়ে কাজ শুরু করে।
পোল্ট্রি ম্যানেজার বিশ্বাস করে প্রযুক্তি গত সহায়তার মাধ্যমেই এই সেক্টরকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনা এবং লাভজনক সেক্টরে পরিনিত করা সম্ভব।
যেহেতু এই সেক্টরের বেশির ভাগ উদ্যোক্তা আর্থিক ভাবে কিছুটা দুর্বল এবং প্রযুক্তি গত ভাবে অবহেলিত তাই পোল্ট্রি ম্যানেজার এই শূন্যস্থান পূরণের লক্ষে কাজ করছে।
· পোল্ট্রি ম্যানেজার কি ভাবে কাজ করে ?
: পোল্ট্রি ম্যানেজার বর্তমান সময়ের সব চেয়ে জনপ্রিয় ও কার্জকারি প্রযুক্তি AI, MOT, ML সিস্টেমের মাধ্যমে খামারের ট্র্যাক রেকর্ড , এনালাইসিস ও রিপোর্টিং এর মাধ্যমে খামারের সমস্যা গুলো দ্রুত খুঁজে বের করার সাথে সাথে দ্রুত সমাধান দিতে চেষ্টা করে। যাতে করে খামারি তার খামারের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত দ্রুত সময়ে সঠিক ভাবে নেওয়ার মাধ্যমে খামারের লাভ জনকতা বৃদ্ধি করতে পারবেন।
· পোল্ট্রি ম্যানেজারের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা
: পোল্ট্রি ম্যানেজার এর বর্তমান পরিকল্পনা হচ্ছে,
Ø খামারিদের অন – বোর্ডিং এর মাধ্যমে খামারিদের খামারের সমস্ত হিসাব ডিজিটাল সিস্টেমে নিয়ে আসা।
Ø রিয়েল টাইম খামারের সমস্ত হিসাবের এনালাইসিস রিপোর্ট তৈরি করা।
Ø পোল্ট্রি পণ্যর প্রতিদিনের রিয়েল টাইম সব ধরণের বাজার আপডেট প্রদান করা।
Ø ডিজিটাল ইনভয়েস সিস্টেম এর মাধ্যমে পোল্ট্রি পণ্য ক্রয়/বিক্রয়ের খামারির স্বার্থ রক্ষা করা।
Ø খামারিদের প্রশিক্ষণ ও ঋণ প্রাপ্তিতে সহযোগিতা করা।
Ø খামারিদের উৎপাদিত পণ্য সরাসরি দোকানিদের হাতে তুলে দিতে ভেরিফাইড মার্কেট প্লেস তৈরি করা।